Kalima Shahadat – কালিমা শাহাদাত আরবি, বাংলা উচ্চারণ ও অনুবাদ

kalima shahadat বাংলা উচ্চারণ ও অর্থসহ কালিমা শাহাদাতঃ

Kalima Shahadat- কালিমা শাহাদাত

اشْهَدُ انْ لّآ اِلهَ اِلَّا اللّهُ وَحْدَه لَا شَرِيْكَ لَه، وَ اَشْهَدُ اَنَّ مُحَمَّدً اعَبْدُهوَرَسُولُه

উচ্চারণ : আশহাদু আল লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা-শারিকালাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু |

Kalima Shaadat: Ashahado An Laa ilaaha illal Laho Wahdahoo Laa Shareeka Lahoo Wa Ash Hado Anna Mohammadan Abdo Hoo Wa Rasoolohoo.

kalima shahadat বাংলা

অর্থ : আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া অন্য কেউ ইবাদতের উপযুক্ত না এবং আল্লাহর কোন অংশীদার নেই | আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, হযরত মুহাম্মদ(সাঃ ) আল্লার শ্রেষ্ঠ বান্দা এবং আল্লাহ প্রেরিত রসূল |

কালিমা শাহাদাত আরবিতে

أَشْهَدُ أَنْ لَا إِلَٰهَ إِلَّا ٱللَّٰهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ

কালিমা শাহাদাত বাংলা উচ্চারণ

আশহাদু আল লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা-শারীকালাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আ’বদুহু ওয়া রাসূলুহু।

কালিমা শাহাদাত বাংলা অনুবাদ

‘‘আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো মাবূদ (উপাস্য) নেই। তিনি এক, অদ্বিতীয় এবং আমি আরও সাক্ষ্য প্রদান করছি যে, মুহাম্মাদ (ﷺ) আল্লাহর বান্দা ও প্রেরিত রাসূল।’’

Kalima shahadat এর ব্যাখ্যা-

ইসলাম হলো সত্যকে গ্রহণ করা এবং অসত্যকে পরিহার, পরিত্যাগ বা বর্জন করা। ইমান বা বিশ্বাসের মূল কথা হলো কালিমা। কালিমা শাহাদাত হলো ইমান ও ইসলামের পঞ্চ ভিত্তির অন্যতম ভিত্তি। কালিমা অর্থ শব্দ, বাণী বা বাক্য; শাহাদাত অর্থ সাক্ষ্য দেওয়া। কালিমা শাহাদাত অর্থ সাক্ষ্য বাণী। কালিমা শাহাদাত ফারসিতে হয় ‘কালেমায়ে শাহাদাত’; মূল আরবিতে হবে ‘কালেমাহ শাহাদাত’ বা ‘আল কালিমাতুশ শাহাদাত’।

Kalima shahadat এর ফজিলত –

নামাজসহ অনেক আমলের জন্যই অজু করতে হয়। অজুর কারণে নির্ধারিত সওয়াব প্রাপ্তি ছাড়াও অজু শেষে কালেমা শাহাদাত পাঠে বান্দার আমলনামায় যুক্ত হয় অতিরিক্ত একটি ফজিলত। নিয়মিত এ আমল করতে পারলে পরকালে বান্দার জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দেওয়া হবে। তখন সে যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। হজরত ওমর ইবনে খাত্তাব (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘তোমাদের মধ্যে যে ব্যক্তি সব নিয়ম-কানুনসহ উত্তমরূপে অজু করবে এবং শেষে ‘আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহ’ পাঠ করবে, তার জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দেওয়া হবে। সে যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে।’ (মুসলিম : ২৩৪)। আল্লাহ তায়ালা অতি সহজ এই আমলটি নিয়মিত করার এবং এই ফজিলত অর্জনের তওফিক দান করুন।

 

আরও পড়ুন – 

2 thoughts on “Kalima Shahadat – কালিমা শাহাদাত আরবি, বাংলা উচ্চারণ ও অনুবাদ”

  1. ইসলাম একদিন এই পুরো বিশ্বে রাজত্ব করবে। আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি শুকরিয়া জানাই তিনি আমাকে মুসলিম হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছে।

    Reply

Leave a Comment