ফি আমানিল্লাহ অর্থ কি – কখন ফি আমানিল্লাহ বলতে হয়?

ফি আমানিল্লাহ শব্দটির সাথে আমরা সকলেই পরিচিত থাকলে আমরা অনেকেই জানিনা ফি আমানিল্লাহ অর্থ কি  চলুন তাহলে দেরি না করে জেনে নেয়া যাক ফিআমানিল্লাহ এর জবাব কি  ফিআমানিল্লাহ সম্পর্কে বিস্তারিত সকল মাসআলা মাসায়েল।

ফি আমানিল্লাহ অর্থ কি
ফি আমানিল্লাহ অর্থ কি

ফি আমানিল্লাহ অর্থ কি

ফি আমানিল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর নিরাপত্তা দিন বা আল্লাহর নিরাপত্তায়। 

পারিভাষিক অর্থ : আল্লাহর নিরাপত্তায় । অর্থাৎ আল্লাহ তালার নিরাপত্তায় আপনাকে ছেড়ে দিলাম।

শবে মেরাজ। শরী‘আতের দৃষ্টিতে শবে মেরাজ, জেনে নিন বিস্তারিত

ফি আমানিল্লাহ কখন বলতে হয়

কেউ যদি কারো কাছে দোয়া চায় স্বাভাবিকভাবে কোন ধরনের শর্ত যুক্ত ছাড়াই তাহলে এক্ষেত্রে ফি আমানিল্লাহ বলা জায়েজ আছে। এক্ষেত্রে কোন ধরনের সমস্যা নেই।
কেননা আমানিল্লাহ অর্থ হল আল্লাহতালা আপনাকে হেফাজত করুন , নিরাপদ রাখুন। এই দোয়াটি চমৎকার একটি দোয়া। তাই আপনি নির্দ্বিধায় এই দোয়াটি করতে পারেন ওই ব্যক্তির জন্য যে আপনার কাছে সাধারণভাবে দোয়া চাইবে।

ফি আমানিল্লাহ কেন বলা হয়

বিভিন্ন উদ্দেশ্যে ফি আমানিল্লাহ বলা হয় । কয়েকটি উদ্দেশ্যে বলা হলো :

  1. স্বাভাবিক দোয়ার উদ্দেশ্যে ব্যবহার করা হয়
  2. কেউ যদি ভ্রমণ করে বা সফর করে রাস্তায় তার নিরাপত্তার জন্য ফি আমানিল্লাহ বলা হয়।
  3. বিপদ আপদের দোয়ার ক্ষেত্রেও এটা ব্যবহার করা হয়।
  4. অসুস্থতার দোয়ার ক্ষেত্রেও ফি আমানিল্লাহ ব্যবহার করা হয়।
  5. কাউকে বিদায় দেওয়ার ক্ষেত্রেও এটি ব্যবহার হয়।

ইত্যাদি এরকম আরো অনেক উদ্দেশ্যেই ফি আমানিল্লাহ ব্যবহার করা হয়।

Kalima Shahadat – কালিমা শাহাদাত আরবি, বাংলা উচ্চারণ ও অনুবাদ

ফি আমানিল্লাহ উত্তরে কি বলতে হয়

ফি আমানিল্লাহ এর কোন জবাব নেই। ফি আমানিল্লাহ এর অর্থ হল আল্লাহর নিরাপত্তা।  তাই এখানে ফি আমানিল্লাহ বলার পর কোন ধরনের জবাব আসবেনা।  তাই ফি আমানিল্লাহ এর জবাব নেই।

ফি আমানিল্লাহ আরবি

ফি আমানিল্লাহ আরবি হল – في امان الله

সর্বশেষ কথাঃ 

ফি আমানিল্লাহ অর্থ কি সকল বিষয়ে আলোচনা করা হলো।  উপরে উল্লেখিত বিষয়গুলো সবাই ভাল করে পড়ে নেবেন তারপর বুঝতে পারবেন ফি আমানিল্লাহ সম্পর্কে বিস্তারিত এবং কেন বলতে হয়। সকল বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। আপনি যদি কারো জন্য দোয়া করতে চান তাহলে ফিআমানিল্লাহ বলতে পারবেন।  কারণ ফি আমানিল্লাহ এর অর্থ হচ্ছে সুন্দর এবং ভালো।

আরও পড়ুন – 

Leave a Comment