সঙ্গীত জগতের সৌন্দর্য গজল

সঙ্গীত জগতের সৌন্দর্য গজল  

গজল

মুসলিম বিশ্বের প্রতিটা দেশেই ইসলামিক গজলের জনপ্রিয়তা আকাশচুম্বী। ইসলামে বাদ্যযন্ত্রের ব্যবহার নিষিদ্ধ তবুও খালি গলায় মন ছুয়ে যাওয়া সঙ্গীতের নাম ই ইসলামিক গজল। দেশের প্রতিটা মাদ্রাসার অনুষ্ঠানে গেলে আমরা সুন্দর সুন্দর গজলের পরিবেশনা শুনতে পাই। বাংলাদেশে যেসব ইসলামী শিল্পীগোষ্ঠী এসব পরিবেশনা করে থাকেন , কলরব শিল্পীগোষ্ঠী, সাইমুম শিল্পীগোষ্ঠী এবং আনাচে কানাচে ছড়িয়ে থাকা অনেক গজল শিল্পীরা আছেন।

বাংলা গজলের সূচনা হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হাত ধরে যদিও এটির উৎপত্তি আরবে। পরবর্তীতে ফার্সি ভাষায় এর বিকাশ লাভ করে। ফার্সির পর উর্দূ ভাষায় ব্যাপক পরিচিতি পায়। বাংলার প্রথম দিকের গজলের মধ্যে, তৌহিদের ই মুর্শিদ আমার মুহাম্মদের নাম মুর্শিদ……., এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহের বানী, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোরে দুনিয়ায়, আয়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় এগুলোই ছিল, যার প্রতিটা লিখেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এরপর গড়ে উঠে ছোট ছোট শিল্পীগোষ্ঠী যারা বিভিন্ন ওয়াজ মাহফিলে সংগীত পরিবেশন করেন।

বাংলাদেশে বিভিন্ন ধরনের গজল প্রচলিত তা হল, হাম্দ, নাতে রাসুল (সাঃ), দেশাত্মবোধক সংগীত, মা নিয়ে সঙ্গীত

গজল

  • হামদ: হাম্দ হল আল্লাহ সুবহানাহু তায়ালার গুনগান যেমন; আল্লাহর সৃষ্টি, মহিমা, দয়া, ক্ষমতা ইত্যাদি ছন্দাকারে যে সঙ্গীত পরিবেশিত হয় তাই হাম্দ। হাম্দ গজলগুলোর মাঝে অন্যতম হল,
  1. সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি
  2. আল্লাহ আমার রব, এই রব ই আমার সব, দমে দমে তনুমনে তারি অনুভব
  3. তুমি রহমান, তুমি মেহেরবান,

ইসলামিক গল্প – একজন সংশয়বাদীর সাথে আমার কথোপকথন!

  • নাতে রাসুল (সাঃ): প্রিয়নবী হযরত মুহাম্ম্দ (সাঃ) এর প্রশংসা এবং অবদান নিয়ে রচিত সঙ্গীতমালাই নাতে রাসুল (সাঃ)। নাতে রাসুল (সাঃ) গুলোর মধ্যে উল্লেখযোগ্য হল
  1. হে রাসুল বুঝিনা আমি, বেধেছ মোরে কোন সুতোয়,
  2. ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোরে দুনিয়ায়, আয়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়
  3. তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মদেরই নাম মুর্শিদ………….
  • দেশাত্মবোধক গজল: এটি মূলত বাদ্যযন্ত্র ছাড়া দেশের গুনগানমূলক সংগীত
  • মায়ের গজল: বাদ্যযন্ত্র ছাড়া, খালি গলায় সুরের মোর্চনায় মা জাতির মহিমা বর্ণনা।

এছাড়াও অন্যান্য সংগীত যেমন বীরের গুণগান, ইসলামী কোন ঘটনার বিবরণ, নবীদের ঘটনার বিবরণ যখন সংগীত আকারে পরিবেশিত হয় তা গ্রামাঞ্চলে গজল নামেই পরিচিত।


ইসলামিক গল্প – একজন সংশয়বাদীর সাথে আমার কথোপকথন!

রোমান্টিক স্ট্যাটাস – ইসলামে কি রোমান্টিকতা নেই?

Leave a Comment